নিজস্ব প্রতিবেদক।।গাজীপুরে বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন। দুপুরে একদল বিএনপি কর্মী তাকে ঘিরে ধরে নির্মমভাবে ইট দিয়ে থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, রাতে ভয়াবহ এক ঘটনায়, গাজীপুর চৌরাস্তার একটি চা দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক তুহিনকে ঝাঁপিয়ে পড়ে জখম করে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুহিনকে এলোপাতাড়ি মারধরের পর কৌশলে পালিয়ে যায় হামলাকারীরা।
উল্লেখ্য, সাংবাদিক আনোয়ার এবং নিহত তুহিন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। একসাথে অনেক প্রতিবেদন তৈরি করেছেন তাঁরা। এই নির্মম ঘটনার পর সাংবাদিক মহলে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক সমাজ এই ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।