নিজস্ব প্রতিবেদক।।গতকাল রোববার রাত ৮ টার দিকে রাজধানীর টঈি হোসেন মার্কেট সংলগ্ন ইমপিরিয়াল হাসপাতালের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক অজ্ঞাতপরিচয় নারী আচমকা ড্রেনে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে এগিয়ে আসেন, তবে রাত ৯টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা দীর্ঘক্ষণ অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ এবং আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই এই ড্রেনটি খোলা ছিল এবং প্রশাসনের নজরদারির অভাবে আজ এমন দুর্ঘটনা ঘটলো।