নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ ৫০ বছর পর পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শ্রীনাথ চ্যাটার্জী লেনস্থ ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রীশ্রী কালী মাতার মন্দির। আগামী রবিবার অনুষ্ঠিত হবে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা ও পুনঃসংস্কার উৎসব।
মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করবেন সমাজসেবী ববিতা মুখার্জী, যিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে স্থানীয় সমাজে সম্মান অর্জন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, অযত্ন-অবহেলায় মন্দিরটি বহু বছর ধরে জরাজীর্ণ হয়ে পড়ে ছিল। অবশেষে স্থানীয় সুধী সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মন্দিরটি নতুন রূপে সাজানো হয়েছে। ইতোমধ্যে চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, আর চারপাশে ছড়িয়ে পড়েছে এক উৎসবমুখর আমেজ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন,
মো. রফিকুল ইসলাম টিপু, মো. আশিক মাহমুদ, সঞ্জয় কর্মকার (জীবন), শক্তিকুল ইসলাম নিপু, রূপক দাস গুণু, কামল চন্দ্র শীল, সাজ্জাদ বিন সাঈদ, অনিক রেজা আকাশসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, “শ্রীশ্রী কালী মাতার আশীর্বাদে ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও মানবতার বার্তা সমাজে ছড়িয়ে পড়বে,এই আমাদের প্রত্যাশা।”
মন্দির পুনঃপ্রতিষ্ঠা উৎসব সফল করতে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।










