নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্র কাঠামোয় শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শনিবার রাজধানীর মিরপুর সনি সিনেমা হল চত্বরে ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “প্রস্তাবিত উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণী-পেশা ও সমাজশক্তির অদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জনগণ বারবার রক্তাক্ত সংগ্রামে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, কিন্তু ক্ষমতা পালাবদলে কেবল রাজনৈতিক দলগুলোর ভাগ বসানোই ঘটেছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে জেএসডি রাষ্ট্রীয় ক্ষমতায় সমাজশক্তির অংশগ্রহণ দাবি করে আসছে। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশীদারিত্ব ছাড়া স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে মব-সন্ত্রাস সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে। জনগণের জানমাল রক্ষায় অন্তবর্তীকালীন সরকারের প্রতি আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তানিয়া রব বলেন, জনগণ দিশেহারা হয়ে পড়েছে। সিন্ডিকেট সক্রিয় কিনা তা প্রশাসনের তদন্ত করা উচিত।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, সাংস্কৃতিক সম্পাদক মিসেস ফারজানা দিবা, মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, জুয়েল খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি গণমিছিল মিরপুর-১০ এলাকা প্রদক্ষিণ করে সনি সিনেমা হল গোলচত্বরে গিয়ে শেষ হয়।