নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর রমনায় সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ অস্ত্রসহ প্রবেশ করার সময় দুইজনকে আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। রোববার (৩ আগস্ট) সকাল ও দুপুরে পৃথক সময়ে তাদের আটক করা হয়। দু’জনেরই অস্ত্রের নবায়নকৃত বৈধ লাইসেন্স থাকলেও, সুপ্রিম কোর্ট এলাকায় অস্ত্র বহনের নিয়ম সম্পর্কে তারা অজ্ঞ ছিলেন বলে দাবি করেছেন।
আটক ব্যক্তিদের একজন হলেন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০টার দিকে তাকে আটক করা হয় এবং পরে ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরজন হলেন বিএনপির বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তিনি দুপুর দেড়টার দিকে আটক হন এবং এখনো মুক্তি পাননি।
সূত্র অনুযায়ী, জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের একটি সমাবেশে অংশ নিতে ঢাকায় এসেছিলেন এবং সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার জন্য কোর্টে যান। অন্যদিকে, মোসলেহ এলাহী কোর্টে যান তার এক আত্মীয়ের জামিন সংক্রান্ত কাজে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় দু’জনেই জানান, তারা জানতেন না যে সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে একজন রাজনীতিবিদের গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গেই আপডেট দেওয়া হবে।
















