শেরপুর প্রতিনিধি।। শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাঁন মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।গ্রেফতারকৃত ধর্ষক একি এলাকার মৃত.আবেদ আলীর ছেলে। ভিকটিম ও অভিযুক্ত চাঁন মিয়া পরস্পর প্রতিবেশী এবং দাদা-নাতনি সম্পর্ক।পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁন মিয়া শিশু নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ীর পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়।এদিকে শিশুটির চিৎকার শুনে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে যে,শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চাঁন মিয়া। তখন মেয়ে শিশুটি মাটিতে পড়ে কাতরাচ্ছিলো। পরে চাঁন মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাঁপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়। এদিকে শিশুটির মা-বাবা শনিবার রাতে নকলা থানায় এসে লিখিত অভিযোগ করার পর রাতেই চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।রোববার (৯মার্চ) দুপুরে গ্রেফতারকৃত চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে আদালতে প্রেরন করলে আদালত জেল তাকে হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সংবাদ পাই যে, পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া ওরফে লছা মিয়াকে শনিবার রাতেই গ্রেফতার করে আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম :
ওসমান হাদীর উপর গুলি সার্বভৌমত্বে আঘাত! স্বাধীনতা সুরক্ষা মঞ্চ
কাশিমপুরে যুবদলের সাধারণ সম্পাদক পাগলা মাসুদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা!
শহিদুলকে টার্গেট করে ঠিকাদারি সিন্ডিকেটের মিথ্যাচার- কাজ না পেয়ে এখন হুমকির নাটক!
বরিশালে ইসলামী শক্তির শক্তিরূপ -ক্ষমতার মসনদে আর চোর-দুর্নীতিবাজ নয়!
রাতের অন্ধকারে দখলচক্রের থাবা! বায়না করা জমিতে হানা দিয়ে বালু ভরাট-থানায় তীব্র অভিযোগ!
স্বাধীনতার চেতনায় বদলে যেতে প্রস্তুত ঢাকা-৭-নেতৃত্বে শাহানা সুলতানা!
চাঁদাবাজ-মাদক সিন্ডিকেট ভাঙার ঘোষণা, শফিকের আগমনেই অস্থির প্রতিদ্বন্দ্বীরা!
বিনা অপরাধে ডিবি হেফাজতে ১০ ঘণ্টা-প্রেস কনফারেন্স ঠেকাতেই আটক-অভিযোগ সাংবাদিকের।
ডাঃ জাফরুল্লাহর গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালসে গাজীপুর ৬ আসনের বিএনপির এমপি পদপ্রার্থীর বাবার হামলা ভাঙচুর – থানায় অভিযোগ
সাংবাদিক-পেটানো মামলার আসামি মাসুম পুলিশের হাতেই ‘কামড় দিয়ে’ রাতের আঁধারে গায়েব!
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে
শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
জনপ্রিয়














