নিজস্ব প্রতিবেদক ।।জুলাইয়ের বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টা দেশের সার্বভৌমত্বের উপর হামলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। একইসাথে এ ঘটনায় খুনিচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার স্বাধীনতা সুরক্ষা মঞ্চের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে জুলাইবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ওসমান হাদীকে হত্যার চেষ্টা সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
স্বাধীন সুরক্ষা মঞ্চ জানায়, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা কিছুদিন আগেও জুলাইয়ের বিপ্লবীদের খুন করার নির্দেশনা দিয়েছিলেন। কথা নয়, কাজ করার নির্দেশ দিয়েছেন। হাদীর উপর গুলির ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটি সরকারকে খুঁজে বের করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টায় দৃশ্যমান যে, জুলাইবিরোধী শক্তি এখনও বিপ্লবীদের শেষ করে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত। অথচ সরকার এ বিষয়ে এখনও নির্বিকার। অতি দ্রুত এ বিষয়ে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।














