সুস্থ জীবনে ফিরেছেন দেড় হাজার রোগী..
বরিশালের ১নং সিএনবি পুল এলাকায় অবস্থিত দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্র দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এখন আস্থার আরেক নাম। গত ছয় বছরে এখানে চিকিৎসা নিয়ে প্রায় ১,৩৫০ রোগী মাদকমুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন আরও ১১০ জন, এর মধ্যে নারী ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১০ নারী রোগী।
আধুনিক চিকিৎসা সুবিধা
কেন্দ্রটিতে রয়েছে..
পৃথক বিছানা ও মানসম্মত খাবার..
বিনোদনের ব্যবস্থা ও সুসজ্জিত বাগান..
সার্বক্ষণিক সচল ৬৪টি সিসি ক্যামেরা..
কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং ও সাইকোথেরাপি..
অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ..
বিশেষজ্ঞদের মতামত..
আবাসিক চিকিৎসক মুফতি আল মুহিত বলেন,
“মাদকের ভয়াবহতা রোধে চিকিৎসাই একমাত্র কার্যকর উপায়। সঠিক চিকিৎসা পেলে ব্যক্তি মাদকমুক্ত হয়ে সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে।”
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু জানান, “দি নিউ লাইফ সরকার অনুমোদিত একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা কেন্দ্র। এখানে সুস্থতার হার তুলনামূলক বেশি।
সামাজিক দায়বদ্ধতা…
কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা বলেন,তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমাদের চিকিৎসা নিয়ে রোগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন।”
রোগী ও স্বজনদের অভিজ্ঞতা
অনেক রোগী ও স্বজনরা জানিয়েছেন, অন্যত্র যেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা হয়, সেখানে দি নিউ লাইফ পুরোপুরি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা প্রদান করছে। নিয়মিত কাউন্সেলিং, শিক্ষামূলক সেশন ও ধর্মীয় দিকনির্দেশনার ফলে রোগীরা সহজে মাদকমুক্ত জীবন যাপন করতে পারছেন।











