নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বিভাগীয় জাদুঘর মিলনায়তনে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় এ সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা এবায়দুল হক চাঁন। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সাবেক পরিচালক মোঃ আকতার হোসেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাংবাদিক এম.আর. প্রিন্স।
বক্তারা তাঁদের আলোচনায় বিভাগের একমাত্র জাদুঘরটির সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা জাদুঘরের অবকাঠামো, প্রদর্শনশালা ও ব্যবস্থাপনা আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।