নিজস্ব প্রতিবেদক।।বরিশালের কাশীপুর চৌমাথায় ঘটেছে সিনেমার মত কাণ্ড! ছেলে প্রেমে মশগুল, বাবাকে বিষয়টি জানানো হলো,ফলাফল? বাবার বদলে ব্যবসায়ীর ওপর হামলা!
ভুক্তভোগী ব্যবসায়ী হৃদয় হাওলাদারের দাবি, “কালাম মুন্সির ছেলে জীবন মুন্সিকে প্রেমিকা নিয়ে পার্কে দেখেছিলাম। ব্যাপারটা আমরা দায়িত্বশীল সমাজসেবকদের মতই তার বাবাকে জানিয়েছিলাম। কিন্তু বাবা-ছেলে শোধ নিতে গিয়ে আমার দোকানকেই টার্গেট বানালেন।”
হৃদয়ের ভাষ্য অনুযায়ী, জীবন মুন্সি, মুগ্ধ মুন্সি ও তায়েব মাতাব্বরসহ ৭-৮ জন দোকানে এসে ‘অভিনব গণতন্ত্রের শিক্ষা’ দিতেকিল-ঘুষি-লাথির ফুলঝুরি চালান। শুধু তাই নয়, ক্যাশবাক্সে থাকা ২৮ হাজার টাকা নিয়ে গেলেন যেন দোকানটা একেবারে এটিএম বুথ! যাওয়ার আগে আবার হুমকিও ছুঁড়ে দিলে,“চুপচাপ থাক, না হলে কাহিনী হবে আরও ভয়ঙ্কর।”
ব্যবসায়ী হৃদয়ের আকুতি, “প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। টাকা ফেরত চাই। আর পারলে প্রেমকাহিনি ফ্রি তে দেখতেও চাই না।”
এয়ারপোর্ট থানার ওসি আল মামুন-উল ইসলাম জানিয়েছেন, দুই পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন, সবকিছু সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হবে।
শেষমেশ প্রশ্ন রয়ে গেল,প্রেমে ব্যর্থ হলে কান্না হয়, কিন্তু প্রেম ফাঁস হলে মার খায় কেন তৃতীয় ব্যক্তি?