নিজস্ব প্রতিবেদক।।ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হতেই দেখা দিল “অভিনব উন্নয়ন ফান্ড” চাঁদা! তবে সরকারের বরাদ্দে নয়, এই তহবিলের দাবি এসেছে কে এম সবুজ নামের এক স্বঘোষিত কালেক্টরের পক্ষ থেকে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চাঁদা না দেওয়ায় ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর উপর ঝড়ের গতিতে হামলা চালানো হয়। সাংবাদিকরা হাসপাতালে, আর কে এম সবুজ নাকি নতুন ফ্ল্যাটে!
ভুক্তভোগী সাংবাদিকরা জানান,“সরকার পতনের পর থেকে সবুজ ভাই উন্নয়নের নতুন ফর্মুলা দিয়েছেন। যার যা আছে, তা থেকেই আদায় করতে হবে। আমরা নতুন ভবন বানাতে গেলাম, উনি এলেন নতুন ‘ফান্ড’ বানাতে!”
আহতদের ভাষ্য অনুযায়ী, কে এম সবুজের আসল প্যাশন হলো ইয়াবা ও ফ্ল্যাট কেনাকাটা। এজন্যই চাঁদা দাবি করে বেড়ান। শুনা যায়, বরিশালে ৩৫ লাখ টাকার ফ্ল্যাট কিনে তিনি এখন নিজের ব্যবসাকে বৈধ করার স্বপ্ন দেখছেন,“চাঁদাবাজি অ্যান্ড কোম্পানি লিমিটেড।”
এদিকে সাংবাদিকদের উপর হামলার খবর শুনে সাধারণ মানুষ বলছে,“প্রেসক্লাবের ভবনে যদি চাঁদা চাওয়া হয়, তাহলে বাজারের ভাঙাচোরা টয়লেট বানাতেও হয়তো একদিন চাঁদা লাগবে!”
যোগাযোগের চেষ্টা করা হলেও কে এম সবুজ ফোন ধরেননি। সম্ভবত ব্যস্ত ছিলেন পরবর্তী “প্রজেক্ট” এর টেন্ডার ডাকতে।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম অবশ্য আশ্বাস দিয়েছেন, “অভিযোগ পেলে তদন্ত হবে।” তবে স্থানীয়রা বলছে,“তদন্ত না করে সরাসরি টেন্ডার ডাকাই ভালো, তাতেই হয়তো সব সমাধান হয়ে যাবে!”