নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া কিরাতুল কোরআন পাবলিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিরোজীর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। নারীলোভী ভন্ড হুজুর হিসেবে পরিচিত এ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল ও স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রচার হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, এতিম শিশুদের জন্য অর্থ সংগ্রহ করে ফিরোজী সেই টাকা নিজের পকেটে পুরে নিচ্ছেন। দাতাদের সহানুভূতির অর্থ চলে যাচ্ছে ব্যক্তিগত ভোগ-বিলাসে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন,প্রশাসন কেন চুপ? এত সংবাদ প্রকাশের পরও কেন ফিরোজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?”
এদিকে ফিরোজীর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেন, একজন নারীলোভী ও প্রতারক মানুষের হাতে একটি এতিমখানা ও মাদ্রাসা চলতে পারে না। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
চলবে….