নিজস্ব প্রতিবেদক।। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল শনিবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আশরাফুল ইসলাম মানিক, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. খান মহিবুল্লাহ আবু সাইদ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ-সম্পাদক ডা. রাসেল হোসেন ও ডা. একেএম আহসান হাবিব নাফি।
নেতৃবৃন্দ আবদুস সালামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেন।