বরিশালে ছাত্র আন্দোলন প্রতিহত করার অর্থ যোগানদাতা আওয়ামী লীগ নেতা তৌহিদুল বহাল তবিয়তে।
‘ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে’-এমন স্লোগান তুলে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম। নানা অভিযোগ থাকা সত্ত্বেও এই নেতা এখনো বহাল তবিয়তে রয়েছেন।
অভিযোগের তালিকা…
স্থানীয় সূত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগে উঠে এসেছে,
➡️আগস্ট মাসকে কেন্দ্র করে আন্দোলন দমনে উসকানি দেওয়া
➡️বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি
➡️ছাত্র-জনতার ওপর হামলায় অর্থ ও লজিস্টিক সহায়তা প্রদান
➡️দলীয় আধিপত্য কায়েমে ক্ষমতার অপব্যবহার
প্রেক্ষাপট…
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার মৃত ঝন্টু মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অভিযোগ আছে, বিএনপির কিছু ব্যক্তিকে আত্মীয় পরিচয় দিয়ে এলাকার আধিপত্য বজায় রাখছেন তিনি।
২০২৪ সালের ১৯ জুলাই সিএন্ডবি রোডে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের নেতৃত্বে হামলার ঘটনায়ও তার নাম ওঠে আসে। এমনকি গত বছরের ৩ ও ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে তিনি নিজ উদ্যোগে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, ৫ আগস্টের পর দেশ দ্বিতীয় স্বাধীনতার যুগে প্রবেশ করলেও আন্দোলন দমনকারীরা দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মতে, এসব ব্যক্তি গোপনে ‘ফ্যাসিবাদ পুনর্বাসনের’ চেষ্টা চালাচ্ছে।
মামলার গায়েবি অবস্থা…
বিশ্বস্ত সূত্র জানায়, একাধিক মামলার খসড়ায় তৌহিদুল ইসলামের নাম থাকলেও অদৃশ্য কারণে এজাহারে তার নাম বাদ পড়ে। ফলে আজও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য…
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”