নিজস্ব প্রতিবেদক।।আজ সকাল থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে নিয়মবিরোধী সিন্ডিকেট, দুর্নীতি ও রোগীদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ মোমবাতি প্রজ্বলন করে আমরণ অনশন শুরু করেছেন। প্রায় ১১টা থেকে অবস্থানকারীরা শান্তিপূর্ণ অনশনে বসেছেন, তাদের ৩ দফা দাবি তুলে ধরেন:
খর্ব প্রশাসন ও সিন্ডিকেটের অবসান
রোগীদের প্রতি দলিলবিরোধী আচরণ বন্ধ
হাসপাতালের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর প্রশাসন প্রতিষ্ঠার দাবি
অনশনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪-ঘন্টার ভিতরে বারিশালে এসে চিকিৎসা ব্যবস্থায় অনিয়মের তদন্ত ও সমাধানমূলক পদক্ষেপ নেওয়ার জন্য Ultimatum দেন। কিন্তু তা গতকাল শেষ হলেও এখনও কোন সাড়া পাওয়া যায়নি, যার পরিণতিতে তারা অনশন বর্ধিত করেছেন ।
সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসন পরিস্থিতি তদারকি করছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে। যদিও তারা সড়ক অবরোধ না করলেও, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশে জনজীবনে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ।