নিজস্ব প্রতিবেদক।। ৫ আগস্ট: ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের শহিদদের স্মরণে আজ সকালে ZNRF University of Management Sciences-এ পালিত হলো ‘জুলাই বিপ্লব স্মরণ দিবস’। এক মিনিট নীরবতা পালনের পর শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় বিপ্লবের সামনের সারির সংগঠকরা প্রতিজ্ঞা করেন,“শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।” উপাচার্য প্রফেসর ড. জুবায়দুর রহমান বলেন, “তারুণ্যের শক্তি ও জ্ঞান দিয়ে শিক্ষার্থীরা বিশ্বে আদর্শ নেতা হয়ে উঠবে।”
প্রতিবাদী গান, কবিতা ও শপথের মাধ্যমে অনুষ্ঠানে শিক্ষার্থীরা ঐক্য ও উদ্দীপনার নতুন বার্তা ছড়িয়ে দেন।