বরিশাল প্রতিনিধি।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কালাম শাহীন। তার এই নির্বাচনে বিজয়ের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের ছোঁয়া দেখা দিয়েছে।
নির্বাচনের পর এক বিবৃতিতে ২নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ছাত্রদলের নেতারা তাদের বিবৃতিতে বলেন,
“এডভোকেট শাহীন ভাই শুধু রাজনৈতিকভাবে দক্ষ একজন সংগঠকই নন, বরং মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে তার বিচরণ দীর্ঘদিনের। বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিট তার নেতৃত্বে আরও কার্যকর ও জনকল্যাণমূলক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
তারা আরও বলেন,
“জাতীয় দুর্যোগ, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় রেড ক্রিসেন্টের ভূমিকাকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস।”
এডভোকেট আবুল কালাম শাহীন বরিশালের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত নাম। তার নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও প্রগতিশীল ও সময়োপযোগী হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।