, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন বরিশাল বিআরটিসি- সরকারি বাস নয়, যেন লোহার ব্যবসায়ীদের আড্ডাখানা! রাতের আঁধারে ‘গোপন নথি’ ফাঁস, সকালে ভাইরাল! গোপনীয়তা গেল গাছে’- ববির পিএসের হাতে প্রশাসনের মর্যাদা ধুলায়! মিরপুর বিটিসিএলে ‘গিরগিটি ফেরদৌস’-দিনে আওয়ামী লীগ, রাতে বিএনপি -আর অফিসে কমিশনের রাজত্ব!” বরিশাল মডেল স্কুলে ‘কোচিং স্যার’ তৃষানের রাজত্ব! শিক্ষা নয়, চলছে চাঁদাবাজির ক্লাস-যে পড়বে না, সে ফেল! বরিশাল বিআরটিসিতে ‘চোঙ্গির রাজত্ব’-মাসে ১৫ লাখ টাকার চাঁদাবাজি! বরিশালে ৫০ বছর পর পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে সর্বজনীন শ্রীশ্রী কালী মাতার মন্দির দুই মালিকের এক দাস- বরিশালের প্রকৌশলী জাকারিয়ার চমকপ্রদ রূপকথা! বিআরটিএ এখন ‘রুহুল আমিন কর্পোরেশন’! মিরপুর অফিসে দালালদের ছায়া সরকার, কোটি টাকার খেলায় রাষ্ট্র নির্বাক! বরিশালের “বীরপুরুষ” হাসানাত-দুদকের জালে এবার “অপরাজিত” নেতা!
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

বরিশালে তাৎক্ষণিক রাস্তা মেরামতঃ প্রশংসা কুড়ালেন দুই সাংবাদিক

  • প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৫০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল সিএন্ডবি রোডের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন দু’জন সাংবাদিক। হঠাৎ একটি অটো এসে রাস্তার খাদে পড়ে উল্টে গেল। কয়েকজন যাত্রী আহত হলেন। তাদেরকে চিকিৎসায় পাঠানোর কিছুক্ষণ পর আবারো একটি গাড়ি সেই খাদে পড়লো। অল্পের জন্য রক্ষা। এসব দেখে চা খেতে থাকা দুই সাংবাদিক আর বসে থাকতে পারলেন না। তারা এক মহতি উদ্যোগ নিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষায় ব্যাপক প্রশংসিত হলেন।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ ফোন করলেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আমিনকে। ঘটনার বর্ননা দিতেই তাৎক্ষণিক সাড়া দিলেন প্রকৌশলী আল আমিন। একটি পিকআপে ইট, বালু, সরঞ্জামাদী ও দু’জন শ্রমিক পাঠিয়ে দিলেন। মুহুর্তের মধ্যে সেই খানা -খন্দক মেরামত করা হয়। সাংবাদিকরাও উপস্থিত থেকে কাজের তদারকি করে তাদেরকে সহযোগিতা করেন। প্রত্যক্ষদর্শীরা এটা দেখে অভিভুত হন। তারা ঐ দুজন সাংবাদিকের এমন পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাজু মিয়া বলেন, এই দু’জন সাংবাদিকের কারনে আজ বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা হলো। তাছাড়া এত দ্রুত রাস্তা মেরামত করার জন্য সওজের প্রশংসাও করেন তিনি।
আরেক প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আজকের এই দৃশ্য দেখে তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। নোমানী ভাই ও মামুন ভাইকে আল্লাহ যেন এই মহতি কাজের উত্তম জাযা দান করেন।

দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী বলেন, এটাই সাংবাদিকতার স্বার্থকতা। আজ এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে। তবে সওজ বিভাগকেও ধন্যবাদ জানাই।

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

বরিশালে তাৎক্ষণিক রাস্তা মেরামতঃ প্রশংসা কুড়ালেন দুই সাংবাদিক

প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল সিএন্ডবি রোডের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন দু’জন সাংবাদিক। হঠাৎ একটি অটো এসে রাস্তার খাদে পড়ে উল্টে গেল। কয়েকজন যাত্রী আহত হলেন। তাদেরকে চিকিৎসায় পাঠানোর কিছুক্ষণ পর আবারো একটি গাড়ি সেই খাদে পড়লো। অল্পের জন্য রক্ষা। এসব দেখে চা খেতে থাকা দুই সাংবাদিক আর বসে থাকতে পারলেন না। তারা এক মহতি উদ্যোগ নিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষায় ব্যাপক প্রশংসিত হলেন।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ ফোন করলেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আমিনকে। ঘটনার বর্ননা দিতেই তাৎক্ষণিক সাড়া দিলেন প্রকৌশলী আল আমিন। একটি পিকআপে ইট, বালু, সরঞ্জামাদী ও দু’জন শ্রমিক পাঠিয়ে দিলেন। মুহুর্তের মধ্যে সেই খানা -খন্দক মেরামত করা হয়। সাংবাদিকরাও উপস্থিত থেকে কাজের তদারকি করে তাদেরকে সহযোগিতা করেন। প্রত্যক্ষদর্শীরা এটা দেখে অভিভুত হন। তারা ঐ দুজন সাংবাদিকের এমন পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাজু মিয়া বলেন, এই দু’জন সাংবাদিকের কারনে আজ বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা হলো। তাছাড়া এত দ্রুত রাস্তা মেরামত করার জন্য সওজের প্রশংসাও করেন তিনি।
আরেক প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আজকের এই দৃশ্য দেখে তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। নোমানী ভাই ও মামুন ভাইকে আল্লাহ যেন এই মহতি কাজের উত্তম জাযা দান করেন।

দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী বলেন, এটাই সাংবাদিকতার স্বার্থকতা। আজ এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে। তবে সওজ বিভাগকেও ধন্যবাদ জানাই।