বরিশাল প্রতিনিধি।। ফরায়েজ আইন অনুযায়ী সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার পরও পুরো সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন বরিশালের মো. সাগর উদ্দিন মন্টি—এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার দুই এতিম ভাতিজি। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শারমিন জাহান ভাবনা জানান, তাদের দাদা নাসির উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর পর নগরীর সদর রোডের ১০৫ বি নাসির কমপ্লেক্সের ১১.২০ শতাংশ জমির ওয়ারিশ হন তার ৫ ছেলে ও ৫ মেয়ে। মৃত জাকির উদ্দিন মান্নুর কন্যা হিসেবে শারমিন ও তার বড় বোন সুরমা আক্তার পৈতৃক সূত্রে সোয়া ১ শতাংশ জমির মালিকানা পান। ঐ জমির নিচতলায় ‘২৩ JUICE BAR’ এবং দ্বিতীয় তলায় যমুনা ব্যাংকের বরিশাল শাখা অবস্থিত, যেখান থেকে মাসিক ভাড়া পেয়ে থাকেন তারা।
তিনি অভিযোগ করেন, ফরায়েজ অনুযায়ী ছোট চাচা মো. সাগর উদ্দিন মন্টি ও অন্য ফুফুদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও, সরকার পরিবর্তনের সুযোগে মন্টি বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদাবাজির অভিযোগে তিনি বিএনপির নগর ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে বলে জানান শারমিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক সময় সামান্য সহযোগিতার কথা বলে টাকা চাইলেও, এখন প্রায় নিয়মিতভাবে চাঁদা দাবি করছেন মন্টি। টাকা না দিলে দুই বোনকে নানাভাবে হয়রানি ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের অংশ জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টাও করছেন।
তারা আরও অভিযোগ করেন, আগের ভাড়াটিয়া ‘ফুজি কালার স্টুডিও’র ভাড়া চুক্তির সময় মন্টি ১ লাখ টাকা ধার নিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও অর্থ হাতিয়ে নেন। টাকা চাইলে দুই বোনকে বাসায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করা হয়। একপর্যায়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হলেও পরে চাচার আকুতিতে মামলা তুলে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমর্থন জানান মৃত আইনজীবী কবির উদ্দিনের স্ত্রী মহসিনা কবির। তিনি জানান, সাগর উদ্দিন মন্টি তাদেরকেও বসতঘর থেকে তাড়িয়ে দিয়েছেন এবং পৈতৃক সম্পত্তির সঠিক বণ্টন থেকে বঞ্চিত করেছেন। তার অভিযোগ, মন্টি নিয়মিতভাবে পাঁচ ভাইয়ের পরিবারের এতিম মেয়েদের ওপর নানা ধরনের নিপীড়ন ও অবিচার করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত মো. সাগর উদ্দিন মন্টির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।