, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোরআন-সুন্নাহভিত্তিক শাসনেই জাতির মুক্তি –মাওলানা আবদুল জব্বার এডভোকেট আবুল কালাম শাহীন বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি নির্বাচিত! ২নং ওয়ার্ড ছাত্রদলের শুভেচ্ছা বরিশালে তাৎক্ষণিক রাস্তা মেরামতঃ প্রশংসা কুড়ালেন দুই সাংবাদিক বিএনপির রাজনীতি: আদর্শ নয়, এখন পীরতন্ত্রই বাস্তবতা চাঁদার টাকায় পড়ালেখা, এখন বিলাসিতায় অভ্যস্ত!— হতবাক এলাকাবাসী এতিম ভাতিজিদের সম্পত্তি আত্মসাতের অভিযোগে ছোট চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইমপিরিয়াল হাসপাতালের সামনে ড্রেনে পড়ে নিখোঁজ এক নারী, এখনো উদ্ধার সম্ভব হয়নি চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল মারা গেছেন! বরিশালে চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা! রাষ্ট্রীয় শোক দিবসে বানারীপাড়া -উজিরপুর বিএনপির আনন্দ ও মিষ্টি বিতরণে তোলপাড়
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

বরিশাল বিএনপির বদনাম ঘুচাতে এড.শামিমের বিকল্প নেই।

  • প্রকাশের সময় : ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ২৯৭ পড়া হয়েছে

বরিশাল অফিস।। হাই স্কুলের পড়া অবস্থাই বিএনপি রাজনীতির হাতে খড়ি যার। তৃনমূলে যার অবস্থান শীর্ষে। ক্লীন ইমেজের একমাত্র বরিশালে নেতা এড.আক্তারুজ্জামান শামিম।

১৯৮৩ ইংরেজয়ঐ সময়ই জিলা স্কুলের ছাত্র দলের সভাপতি হন। তিনি আর কেউ নয় বরিশালে একমাত্র ক্লীন ইমেজের ব্যক্তিত্ব ফ্যাসিস্ট সরকারের সময়ে কারাবরণকারী বিএনপির সকলের প্রিয় নেতা বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি এড.আক্তারুজ্জামান শামিম। দীর্ঘ ৩৫ বছরের বিএনপি করতে গিয়ে হারাতে হয়েছে জীবন থেকে অনেক সুন্দর সময়। রাজনীতি না করে অন্য পেশায় নিয়োজিত হলে হতে পারতেন হয় সরকারী কোন কর্মকর্তা না বড় ব্যবসায়ী। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান আর্দশে অনুপ্রাণিত হয়ে জীবনে পুরো সময়টি কাটিয়েছে রাজনীতিতে। আক্তারুজ্জামান শামিম ফ্যাসিট শেখ হাসিনার সরকারের গত ১৬ বছরে দলকে ও দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে আগলে রেখেছেন। দিয়েছেন অনুপ্রেরণা। এখানেই তার রাজনীতির নামে কর্মজীবন শেষ নয়। সে ১৯৮৬ সনে বরিশাল সরকারি কলেজের ছিলেন সাধারণ সম্পাদক। স্বৈরাচার এরশাদ সরকারের সময় বিরোধী থেকে ঐ সময়ের ৯ বছর এরশাদ সরকারের বিপক্ষে রাজপথ দাপরিয়ে বেড়াইচ্ছে। এরশাদের সময় ছিলো বিএনপির এক অকুতোভয়ী সৈনিক হয়েছে এরশাদের সময় মামলা হামলার শিকার। ছাত্র রাজনীতি সময় এড.শামিম ১৯৮৯ সনে সর্বোচ্চ ভোট পেয়ে বরিশাল বিএম কলেজের সংসদে নির্বাচিত হয়েছে সাহিত্য সম্পাদক পদে। তার বর্নাঢ্য রাজনৈতিক সময়ে ছিলো পুরো পরিছিন্ন। ১৯৯২ থেকে ১৯৯৬ সনে ছিলো বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক এরমধ্যে ১৯৯৪ সনে বিএম কলেজ সংসদ নির্বাচনে জিএএস নির্বাচিত হন।এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন যুবদলে রয়েছে অনেক অবদান। এড.আক্তারুজ্জামান শামিম বরকতউল্লাহ বুলু -আলাল এবং আলাল নিরব কমিটির বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করেছেন। এমনকি বরিশাল মহানগর যুবদলের সভাপতি থাকাকালিন সময় সুনামের সহিত কাজ করেছেন বলে জানিয়েছেন ৩০ ওয়ার্ডের নেতা কর্মীরা। আক্তারুজ্জামান শামিম শুধু বরিশাল নগরের সুনাম নয় তার সুনাম রয়েছে বিভাগের প্রত্যন্ত অঞ্চলে। কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি থাকাকালিন বিভিন্ন স্থানে যোগ্যদের বঞ্চিত করেননি বলে তার দলে সুনাম রয়েছে।

তৃণমূল বিএনপি জানিয়েছেন ৫ আগষ্টের পর বরিশাল মহানগর বিএনপি দায়িত্বরা দলের সুনামের চাইতে দুর্নাম কামিয়েছেন। বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা সমর্থকরা জানিয়েছে বরিশাল বিএনপির দুর্নাম ঘুছাতে ক্লীন ইমেজের একমাত্র যোগ্য আক্তারুজ্জামান শামিম। যার কোন লোভ লালসা নেই।
যুবদল নেতা নুরুজ্জামান জানান বরিশাল বিএনপির স্বচ্ছ রাজনীতির শামিমের বিকল্প নেই।

কোরআন-সুন্নাহভিত্তিক শাসনেই জাতির মুক্তি –মাওলানা আবদুল জব্বার

বরিশাল বিএনপির বদনাম ঘুচাতে এড.শামিমের বিকল্প নেই।

প্রকাশের সময় : ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বরিশাল অফিস।। হাই স্কুলের পড়া অবস্থাই বিএনপি রাজনীতির হাতে খড়ি যার। তৃনমূলে যার অবস্থান শীর্ষে। ক্লীন ইমেজের একমাত্র বরিশালে নেতা এড.আক্তারুজ্জামান শামিম।

১৯৮৩ ইংরেজয়ঐ সময়ই জিলা স্কুলের ছাত্র দলের সভাপতি হন। তিনি আর কেউ নয় বরিশালে একমাত্র ক্লীন ইমেজের ব্যক্তিত্ব ফ্যাসিস্ট সরকারের সময়ে কারাবরণকারী বিএনপির সকলের প্রিয় নেতা বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি এড.আক্তারুজ্জামান শামিম। দীর্ঘ ৩৫ বছরের বিএনপি করতে গিয়ে হারাতে হয়েছে জীবন থেকে অনেক সুন্দর সময়। রাজনীতি না করে অন্য পেশায় নিয়োজিত হলে হতে পারতেন হয় সরকারী কোন কর্মকর্তা না বড় ব্যবসায়ী। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান আর্দশে অনুপ্রাণিত হয়ে জীবনে পুরো সময়টি কাটিয়েছে রাজনীতিতে। আক্তারুজ্জামান শামিম ফ্যাসিট শেখ হাসিনার সরকারের গত ১৬ বছরে দলকে ও দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে আগলে রেখেছেন। দিয়েছেন অনুপ্রেরণা। এখানেই তার রাজনীতির নামে কর্মজীবন শেষ নয়। সে ১৯৮৬ সনে বরিশাল সরকারি কলেজের ছিলেন সাধারণ সম্পাদক। স্বৈরাচার এরশাদ সরকারের সময় বিরোধী থেকে ঐ সময়ের ৯ বছর এরশাদ সরকারের বিপক্ষে রাজপথ দাপরিয়ে বেড়াইচ্ছে। এরশাদের সময় ছিলো বিএনপির এক অকুতোভয়ী সৈনিক হয়েছে এরশাদের সময় মামলা হামলার শিকার। ছাত্র রাজনীতি সময় এড.শামিম ১৯৮৯ সনে সর্বোচ্চ ভোট পেয়ে বরিশাল বিএম কলেজের সংসদে নির্বাচিত হয়েছে সাহিত্য সম্পাদক পদে। তার বর্নাঢ্য রাজনৈতিক সময়ে ছিলো পুরো পরিছিন্ন। ১৯৯২ থেকে ১৯৯৬ সনে ছিলো বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক এরমধ্যে ১৯৯৪ সনে বিএম কলেজ সংসদ নির্বাচনে জিএএস নির্বাচিত হন।এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন যুবদলে রয়েছে অনেক অবদান। এড.আক্তারুজ্জামান শামিম বরকতউল্লাহ বুলু -আলাল এবং আলাল নিরব কমিটির বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করেছেন। এমনকি বরিশাল মহানগর যুবদলের সভাপতি থাকাকালিন সময় সুনামের সহিত কাজ করেছেন বলে জানিয়েছেন ৩০ ওয়ার্ডের নেতা কর্মীরা। আক্তারুজ্জামান শামিম শুধু বরিশাল নগরের সুনাম নয় তার সুনাম রয়েছে বিভাগের প্রত্যন্ত অঞ্চলে। কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি থাকাকালিন বিভিন্ন স্থানে যোগ্যদের বঞ্চিত করেননি বলে তার দলে সুনাম রয়েছে।

তৃণমূল বিএনপি জানিয়েছেন ৫ আগষ্টের পর বরিশাল মহানগর বিএনপি দায়িত্বরা দলের সুনামের চাইতে দুর্নাম কামিয়েছেন। বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা সমর্থকরা জানিয়েছে বরিশাল বিএনপির দুর্নাম ঘুছাতে ক্লীন ইমেজের একমাত্র যোগ্য আক্তারুজ্জামান শামিম। যার কোন লোভ লালসা নেই।
যুবদল নেতা নুরুজ্জামান জানান বরিশাল বিএনপির স্বচ্ছ রাজনীতির শামিমের বিকল্প নেই।