, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে শিক্ষার নামে “দুর্নীতির ইঞ্জিনিয়ারিং”! শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ! ফুলের তোড়া থেকে শুরু, টিভি-ল্যাপটপে শেষ – নুরুল ইসলাম আবারো জিলা স্কুলের হিরো! এতিমদের সাথে ‘বরিশাল বাণী’ পরিবারের নৈশভোজ বরিশাল বিভাগীয় জাদুঘরে মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল সদর হাসপাতাল! “চিকিৎসা নাই, সিকিউরিটি নাই, শুধু চোরের ডাক্তারখানা!” কাশীপুরে বাবার নামে ছেলের ‘প্রেমকাহিনি’তে রক্ত গরম!ব্যবসায়ীর দোকানে হামলা, টাকা উধাও! বরিশালে “ধর্ষণ-ভিডিও ইন্ডাস্ট্রি”র নতুন নায়িকা মীম! বরিশালে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত নলছিটিতে প্রেসক্লাব ভবনে চাঁদাবাজদের দাপট! বরিশাল সিটিতে দাওয়াতে ইসলামীর বৃহত্তর জশ‌নে জুলুস 
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

বরিশালে সংবাদকর্মী খান আরিফের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা

  • প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২২৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত কাশিপুর বাজারের কাছে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী খান আরিফ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী খান আরিফ জানান, আমি একজন সংবাদকর্মী আমি বর্তমানে জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছি, গত ১০ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা মেট্রো খ-১২-০৩-২৪ নম্বরের প্রাইভেট কারে কাশিপুর বাজারের দিকে যাচ্ছি। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি আচমকা তার গাড়ির গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলে, আমি গাড়ি থামালে তাদের সাথে থাকা আরো তিনটি মোটরসাইকেল সেখানে আসে, তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি গাড়ির উপর হামলা চালায় ও অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

খান আরিফ আরও অভিযোগ করেন, তখন আমি গাড়ি থেকে নামতে চাওয়ায় ওই দুর্বৃত্তরা তার গাড়ির দরজা আটকে রাখে এবং যাওয়ার সময় তার সামনে রাখা মানিব্যাগ জোর করে ছিনিয়ে নেয়, যাতে ৫০০০ টাকা ছিল। শুধু তাই নয়, ছিনতাইয়ের পর তারা ভয়ংকর হুমকি দিয়ে বলেন, তোকে হত্যা করব।

এসময় গাড়িতে তাহার মেয়েরাও উপস্থিত ছিল, যা পুরো ঘটনাটিকে আরও আতঙ্কজনক করে তোলে। নিজের সন্তানদের সামনে এমন ঘটনার শিকার হয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভুক্তভোগী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতোমধ্যে তিনি বরিশালের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাকির শিকদার জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া রাতে চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও উঠেছে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

জনপ্রিয়

বরিশালে শিক্ষার নামে “দুর্নীতির ইঞ্জিনিয়ারিং”! শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ!

বরিশালে সংবাদকর্মী খান আরিফের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা

প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত কাশিপুর বাজারের কাছে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী খান আরিফ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী খান আরিফ জানান, আমি একজন সংবাদকর্মী আমি বর্তমানে জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছি, গত ১০ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা মেট্রো খ-১২-০৩-২৪ নম্বরের প্রাইভেট কারে কাশিপুর বাজারের দিকে যাচ্ছি। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি আচমকা তার গাড়ির গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলে, আমি গাড়ি থামালে তাদের সাথে থাকা আরো তিনটি মোটরসাইকেল সেখানে আসে, তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি গাড়ির উপর হামলা চালায় ও অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

খান আরিফ আরও অভিযোগ করেন, তখন আমি গাড়ি থেকে নামতে চাওয়ায় ওই দুর্বৃত্তরা তার গাড়ির দরজা আটকে রাখে এবং যাওয়ার সময় তার সামনে রাখা মানিব্যাগ জোর করে ছিনিয়ে নেয়, যাতে ৫০০০ টাকা ছিল। শুধু তাই নয়, ছিনতাইয়ের পর তারা ভয়ংকর হুমকি দিয়ে বলেন, তোকে হত্যা করব।

এসময় গাড়িতে তাহার মেয়েরাও উপস্থিত ছিল, যা পুরো ঘটনাটিকে আরও আতঙ্কজনক করে তোলে। নিজের সন্তানদের সামনে এমন ঘটনার শিকার হয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভুক্তভোগী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতোমধ্যে তিনি বরিশালের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাকির শিকদার জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া রাতে চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও উঠেছে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।